About

বর্তমান বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির সাথে দেশকে যুগোপযোগী রাখতে এবং সমৃদ্ধি, বেকারত্ব দুরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্মমূখী করা ছাড়া কোন বিকল্প নেই। আর এ জন্যই  চাই ভোকেশনাল বা কারিগরি শিক্ষা যা আমাদের এই বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারে। এ উদ্দেশ্যই বাংলাদেশ সরকার ভোকেশনাল শিক্ষাকে মূল ধারার সাথে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং  দেশের ৬৪ টি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট কে উন্নীত করা হয়েছে টেকনিক্যাল স্কুল ও কলেজে । দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর মধ্যে  অন্যতম।

 অবস্থানঃ

দিনাজপুর শহর থেকে মাত্র ছয় কিলোমিটার উত্তরে মহাসড়কের পার্শ্বে  রাণীগঞ্জ মোড় নামক স্থানে শান্ত , নিরিবিলি পরিবেশে দিনাজপুর  টেকনিক্যাল স্কুল ও কলেজ অবস্থিত। তিনটি পাকা সড়কের সংযোগ স্থলে থাকায় এর যগাযোগ ব্যবস্থা খুবই ভাল।

 ভৌত সুবিধাঃ

দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের রয়েছে তিন তলা ভবন। এতে আছে ট্রেড ভিত্তিক আধুনিক ও শিক্ষা উপকরনণ সমৃদ্ধ ওয়ার্কশপ, কম্পিউটার ল্যাপ, লাইব্রেরী ও সুসজ্জিত ক্লাস রুম।

 চালুকৃত ট্রেড সমূহঃ

# বর্তমানে চালুকৃত ট্রেড সমূহ, প্রতি শিফটে আসন সংখ্যা, ভর্তির যোগ্যতা ও ভর্তির সময় নীচে ছক আকারে দেওয়া হলঃ

১)  ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং

টেকনোলজি
আসন সংখ্যা
ভর্তির যোগ্যতা
ভর্তির সময়
 ইলেকট্রিক্যাল টেকনোলজি ৬০ এস.এস.সি , এস.এস.সি (ভোকঃ) ও সমমান পাস। এস.এস.সি ও এস.এস.সি (ভোকঃ) ফল প্রকাশের পর সাধারণত জুলাই-আগস্ট মাসে ভর্তি পরম বিতরন করা হয়।

২)  এস এস সি (ভোকঃ) একাদশ শ্রেণীঃ

ট্রেড
আসন সংখ্যা
ভর্তির যোগ্যতা
ভর্তির সময়
অটোমোটিভ ৩০ জে এস সি পাস। সাধারনত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভর্তি পরম বিতরন করা হয়।
কম্পিউটার এপ্লিকেশন ৩০
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকস ৩০
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ৩০

৩) এইচ এস সি (ভোকঃ) একাদশ শ্রেণীঃ

ট্রেড
আসন সংখ্যা
ভর্তির যোগ্যতা
ভর্তির সময়
অটোমোটিভ ৩০ সংশ্লিষ্ট ট্রেডে এস.এস.সি (ভোকঃ) পাশ।

এস.এস.সি (ভোকঃ) ফল প্রকাশের পর সাধারণত জুলাই-আগস্ট মাসে ভর্তি পরম বিতরন করা হয়।

কম্পিউটার এপ্লিকেশন ৩০
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকস ৩০
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ৩০

৪)    জাতীয় দক্ষতামান (৩৬০ ঘন্টা) ট্রেড কোর্সঃ

ট্রেড
আসন সংখ্যা
ভর্তির সর্বনিম্ন যোগ্যতা
ভর্তির সময়
 টিডিঃ ৬৮ ড্রাইভিং কাম অটোমেকানিক্স ৩০ জেএসসি / এসএসসি  পাশ।

জানুয়ারী – জুন / জুলাই- ডিসেম্বর ।

টিডিঃ ৭৬ কম্পিউটার অফিস এপ্লিকেশন ৩০
টিডিঃ ২৭ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ৩০

 

DINAJPUR TECHNICAL SCHOOL & COLLEGE © 2016 | Design by SAYKOT & MD.FEROSE